নিজস্ব সংবাদদাতাঃ ভূতের মুখে রাম নাম ! তৃণমূল কংগ্রেসের প্রশংসা করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
জানা গিয়েছে যে, কাঁথি টাউন হলে বিজেপির দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, '' আমি সব বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেও, বিরোধী দল হিসেবে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তারা যে ধৈর্য রেখেছিল তার প্রশংসা করি। ওরা কখনও কংগ্রেসের সাহায্য নিয়েছে, কখনও বা এনডিএ এর অংশ হয়েছে। আবার কখনো এসইউসি এর সঙ্গে জোটবদ্ধ হয়েছে। কখনও বা আবার সিদ্দিকুল্লার সাহায্য নিয়েছে। ''
রাজনৈতিক মহল তার এই বক্তব্য থেকে মনে করছে যে, তৃণমূল কংগ্রেসের অপার ধৈর্যই আজ তাদেরকে বর্তমান জায়গায় নিয়ে এসেছে। তাই বিজেপিরও উচিত ধৈর্য ধরে সরকার গড়ার লক্ষ্যে অপেক্ষা করা। তাই দলের উদ্যেশে এমন বার্তা দিয়েছেন তিনি।