রাজু ঝা হত্যাকাণ্ড : সিবিআইতেই আস্থা আদালতের! সময় বেঁধে দিলেন বিচারপতি

রাজ্যের আপত্তি থাকলেও কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা হত্যাকাণ্ডের তদন্তে সিবিআইয়ের ওপরই ভরসা রাখলো আদালত।

author-image
Pallabi Sanyal
New Update
raju jha

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শক্তিগড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছিল কয়লা মাফিয়া রাজু ঝার। এবার হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। সিবিআইকে তদন্ত হস্তান্তর করার পাশাপাশি আগামী চার মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলেও সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।  কেন সিবিআইতেই আস্থা? বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত  আবদুল লতিফ কয়লা পাচার মামলায় সিবিআইয়ের চার্জশিটে থাকা একজন অভিযুক্ত। অন্যদিকে, কয়লা পাচার মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয় রাজুকে। সুতরাং, কয়লা পাচারের সঙ্গে রাজু হত্যাকাণ্ডের যোগ রয়েছে।  ফলে দ্রুত কেস ডায়েরি-সহ যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে রাজ্যকে। চার মাস পর আদালতকে রিপোর্ট দিতে হবে সিবিআইয়ের।  প্রসঙ্গত উল্লেখ্য যে কয়লা পাচার ও গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই। এর মাঝেই ঘটেছে কয়লা মাফিয়ার হত্যাকাণ্ড। সবটাই সম্পর্কযুক্ত বলে মনে করছেন বিচারপতি। বিচারপতির আরও যুক্তি, এই খুনের তদন্ত সিবিআইয়ের হাতে না গেলে কয়লা পাচার মামলার তদন্তও ধাক্কা খাবে।