‘রাহুল গান্ধীকে জোর করে ঠেলে দিয়েছে রাজনীতির জন্যে!’

'যারা চোর তাদের আমাদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয়'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul states.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ইভিএম অভিযোগের বিষয়ে, দার্জিলিং থেকে দলের লোকসভা প্রার্থী রাজু বিস্তা এদিন বলেন, “যারা চোর তাদের আমাদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয়। তারা অতীতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কংগ্রেসের গোটা জাতি চুরি করেছে। অন্তত তারা যেন আমাদের 'জ্ঞান' না দেয়”।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে, তিনি আরও যোগ করে বলেন, “কোন পরিপক্কতা নেই। তার দেশের ভূগোল বোঝার কিছু নেই, জরিপ এবং অধ্যয়ন কী হবে? তিনি আমার চেয়ে বয়সে বড়, তাই যথাযথ সম্মানের সাথে আমি তাঁকে বলতে চাই, তিনি রাজনীতির জন্য তৈরি নন, তাকে জোর করে ঠেলে দেওয়া হয়েছে”।

Raju Bistaq1.jpg

rahul gandhiww1.jpg

Add 1