রাজেন্দ্র সাউ খুনে নয়া মোড়! কী জানালো পুলিশ?

রাজেন্দ্র সাউ হত্যাকাণ্ডে নয়া মোড়। সাংবাদিক সম্মেলন করলো পুলিশ। জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়িতে হয় এই সাংবাদিক সম্মেলন।জানা গেল বেশ কিছু তথ্য। পড়ুন বিস্তারিত।

author-image
Pallabi Sanyal
New Update
123

হরি ঘোষ, জামুড়িয়া : বিজেপি নেতা রাজেন্দ্র সাউ খুনে চাঞ্চল্যকর মোড়। জুয়ার টাকার ভাগ বাটোরাকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয় বলে  দাবি পুলিশের। যদিও এখনও রাজেন্দ্র সাউয়ের হত্যার ঘটনায় বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। রবিবার ডিসি সেন্ট্রাল কুলদীপ এসএস জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হল পুলিশের তরফে।  ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৭ টি মোবাইল, একটি ৭.৬৫ বোরের পিস্তল, ৮টি তাজা কার্তুজ, নগদ ২৬ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে আরো জানানো হয়েছে যে মূল অভিযুক্ত রঘুনাথ কর্মকারকে সঙ্গে নিয়ে এদিন খুনের ঘটনায় পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ করা হয় জাতীয় সড়কে।
ডিসি সেন্ট্রাল কুলদীপ এসএস জানান, এই ঘটনাটির সম্পর্কে পুলিশের কাছে তেমন কোনও তথ্য ছিল না। পুলিশ নিজের সোর্স ব্যবহার করে প্রচুর সংখ্যক জুয়ারিকে জিজ্ঞাসাবাদ করে। আর তাতেই উঠে আসে একজনের নাম। সেই সূত্র ধরেই আরও দুজনকে আটক করে পুলিশ। অবশেষে আসানসোল রেল স্টেশন থেকে মূল অভিযুক্ত রঘুনাথ কর্মকারকে গ্রেফতার করা হয় চলতি মাসের ৬ তারিখ। আদালতের কাছ থেকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় মূল অভিযুক্ত রঘুনাথ কর্মকারকে। টানা জিজ্ঞাসাবাদ করেও তার কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। অবশেষে ছয় দিন পুলিশের জেরায়  ভেঙে পড়ে রঘু। যা জানতো সবটা বলে দেয়। 

কিভাবে খুন হয়েছিলেন বিজেপি নেতা রাজেন্দ্র সাউ? সেই ঘটনার কিনারা করতেই তৎপর পুলিশ। 

প্রসঙ্গত, গত ২৯  এপ্রিল ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বোগড়া শোরুম এর কাছে নিজের গাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রানীগঞ্জের রানী শায়ের এলাকার বাসিন্দা রাজেন্দ্র সাউয়ের। সেই সময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে এসে পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক খুন বলে অভিযোগ এনে দফায় দফায় রাস্তা অবরোধ ও থানা ঘেরাও করেছিলেন। সুর চড়িয়েছিলেন শাসকদলের বিরুদ্ধে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও উঠেছিল প্রশ্ন। 
রাজেন্দ্র সাউয়ের হত্যাকাণ্ড নিয়ে ডিসি সেন্ট্রাল জানান, অভিযুক্ত রঘুনাথ কর্মকার ২০১৮ সালে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় যুক্ত ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেল থেকে জামিনে মুক্ত হয়।