দেশের রেল ব্যবস্থায় হচ্ছেটা কী? এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

এখনও কাটেনি করমণ্ডল আতঙ্ক, এর মধ্যে বরাত জোরে বেঁচে গেল নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নব

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ এখনও কাটেনি করমণ্ডল আতঙ্ক, এর মধ্যে বরাত জোরে বেঁচে গেল নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। রক্ষা পেল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। সূত্রের খবর, এদিন বিকালে পুরুলিয়ার সাঁওতালডিহি এলাকায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একটি লেভেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই লেভেল ক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে যায় একটি ট্রাক্টর। চলতে চলতে আচমকা থমকে দাঁড়ায়। আর কিছুতেই চালক সেটিকে সরাতে পারেন না। এদিকে রেল লাইন দিয়ে তখন ঝড়ের গতিতে ছুটে আসছে রাজধানী এক্সপ্রেস।

দূর থেকে ট্রাক্টরটিতে দেখতে পান রাজধানীর চালক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রাক্টরটি দেখা মাত্র ট্রেনের গতি অনেকটাই কমিয়ে আনেন চালক। তাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। ইঞ্জিনের পিছনে থাকা একটি বগির কিছুটা অংশ ছুঁয়ে যায় ট্রাক্টরটির পিছনের ডালার অংশ। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার আসল কারণে খতিয়ে দেখছে রেল। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন এই ঘটনার পর গেট ম্যানকে সাসপেন্ড করা হয়েছে।