খুঁটি পুজোয় রাজন্যার মুখে সেই যাদবপুর!

উমা আসার সময় হল। জেলায় জেলায় চলছে খুঁটি পুজো। টিএমসিপির রাজন্যা হালদার এখন অতি পরিচিত মুখ। দীঘায় খুঁটি পুজোর অনুষ্ঠানেও যাদবপুর নিয়ে খুললেন মুখ।

author-image
Pallabi Sanyal
New Update
adwd

দিগ্বিজয় মাহালী, দীঘা : দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের খুঁটি পুজো অনুষ্ঠিত হল।  এবছর ৪১ তম বর্ষ। উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের খাদ্যকর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র,অঞ্চল প্রধান সুশান্ত পাত্র। আমন্ত্রিত ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। খুঁটি পুজোর অনুষ্ঠানেও তার মুখে শোনা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। উঠলো নিহত পড়ুয়া স্বপ্নদীপের প্রসঙ্গও। রাজন্যা হালদার বলেন, ''আগামী দিনে আমরা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে আরো বেশি করে নজর দেব। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই টোল ফ্রি নম্বার চালু করেছেন যাতে  স্বপ্নদ্বীপের মত কারো স্বপ্ন যেন আগামী ভবিষ্যতে নষ্ট না হয়ে যায়। ছাত্র পরিষদ সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে।'' মুখ্যমন্ত্রীর হাত ধরে যেভাবে দীঘার সমুদ্র সৈকত সেজে উঠেছে, তাতে দীঘায় আসতে পেরে আপ্লুত বলেও জানান রাজন্যা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। যাদবপুরের রেজিস্ট্রারকে রাজ্যের তরফে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মোট ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।যাদবপুরে  সিসিটিভি বসছে। খুশি টিএমসিপির নেত্রী। কদিন আগেই যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল তাতে দাবি উঠেছিল সিসিটিভির। পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। সরকারের পদক্ষেপে আনন্দিত বলেও জানালেন রাজন্যা।