নিজস্ব সংবাদদাতা : ঝাড়খণ্ড অ্যাসেম্বলি নির্বাচনে ধানবাদের বিজেপি প্রার্থী রাজ সিনহা দাবি করেছেন যে, "বিজেপির নেতৃত্বে এনডিএ রাজ্যে সরকার গঠন করতে চলেছে।" তিনি বলেন, "আমরা যেসব তথ্য পেয়েছি, তার ভিত্তিতেই আমাদের বিশ্বাস, জনগণ আমাদের পাশে রয়েছে। আমি পাঁচ বছর ধরে মানুষের মধ্যে ছিলাম, তাই আমি মনে করি বিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে কোনও সুযোগ পাবে না।"
সিনহা আরও বলেন, "সিএম হেমন্ত সোরেনের বিরুদ্ধে বিজেপির অভিযোগ সঠিক। তিনি নিজে এবং তার মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত। তার সচিবও দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন।" রাজ সিনহার এই মন্তব্য নির্বাচনী প্রচারে একটি নতুন মোড় নিয়ে এসেছে, যেখানে তিনি সোরেন সরকারকে দুর্নীতির জন্য দায়ী করছেন।