নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা রাজভবনের তরফে জানানো হয়েছে, ওয়ানাড পাহাড়ের মেপ্পাডিতে ভূমিধস বিধ্বস্ত এলাকায় যাওয়ার পথে কালিকট বিমানবন্দরে পৌঁছেছেন মাননীয় রাজ্যপাল। ত্রাণ তৎপরতায় যুক্ত কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
মাননীয় রাজ্যপাল হাসপাতাল ও ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করবেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সুবিধা দেবেন। তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষামন্ত্রী এবং দুর্যোগ ত্রাণ সংস্থা গুলোর কাছে তুলে ধরেন। কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
মাননীয় রাজ্যপাল দৃঢ়তার সাথে বলেছেন যে ভারত একসাথে দাঁড়াবে এবং দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের সাথে বিপর্যয়ের মোকাবিলা করবে। গোটা জাতি নিহতদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।