বঙ্গ জুড়ে নামবে বৃষ্টি, মাসের মাঝামাঝিতে কমতে শুরু করবে তাপমাত্রা

কবে আসবে বাংলায় শীত ? কি জানালেন আবহাওয়াবিদরা ?

author-image
Adrita
New Update
 বৃষ্টি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ৮ই নভেম্বর, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াস। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, নভেম্বরের মাঝামাঝিতে শীতের আমেজ বাড়বে। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং ও কালিম্পং জেলায়। এছাড়াও, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে, বিশেষত দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে এই অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। তবে, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৭ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৩ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৪.২ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৩.২২  কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে স্বাভাবিক।  

Weather: এবার আর পিছু ছাড়বে না বৃষ্টি, টানা চলবে... - Bengali News |  Weather Forecast for south bengal north bengal today rainfall in kolkata |  TV9 Bangla News

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ৭ই নভেম্বর, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রী সেলসিয়াস। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।