নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিভিন্ন অংশে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন চারজন, আহত হয়েছেন শতাধিক মানুষ।
এই ঘটনার বিষয়ে বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়ের কথায়, "প্রায় ১৬৬ জন রোগী আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন এবং তাদের মধ্যে ৩৬ জনকে এখানে ভর্তি করা হয়েছে এবং ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৪।"