নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবারের পর আজ শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় (Summer Storm) তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস (Weather Department)। তছনছ করে দিতে পারে বেশ কিছু এলাকা। এর সঙ্গে বজ্রবিদ্যুৎসহ (Thunder) তুমুল বৃষ্টিতে (Rain) ভেসে যেতে পারে বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার বজ্রপাতে রাজ্যের ১৪ জন মারা গিয়েছে। ফলে নাগরিকদের সতর্ক করা হয়েছে।