Train Accident : খড়গপুরে শুরু তদন্ত!

খড়গপুরের মাল্টি ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে রেলওয়ে নিরাপত্তা কমিশনারের এ এম চৌধুরীর তত্ত্বাবধানে একটি টিম ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করলো সোমবার।

author-image
Pallabi Sanyal
New Update
ৌৌ

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর : বাহানাগা স্টেশনের ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করল রেল। খড়গপুরের মাল্টি ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে রেলওয়ে নিরাপত্তা কমিশনারের এ এম চৌধুরীর তত্ত্বাবধানে একটি টিম দুর্ঘটনার তদন্ত শুরু করলো সোমবার। তদন্তস্থলে ডাকা হয়েছে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের, যারা খড়গপুরেরই  বাসিন্দা। নির্দেশ মতো দুর্ঘটনার সময়কালের বেশ কিছু নথি নিয়ে রেল কর্মীরা  সিএসআর এর সম্মুখে দাঁড়িয়েছেন। দুর্ঘটনার তদন্তের স্বার্থে সোমবার  ও মঙ্গলবার জিজ্ঞাসাবাদ পর্ব চলবে জানা যাচ্ছে রেল সূত্রে।  প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের পর  সিআরএস আনন্দ এম চৌধুরী জানান তদন্তে নেমে সিগন্যালিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।  দুর্ঘটনার স্থল থেকেই ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনা ।