নিজস্ব সংবাদদাতা : বালাসোরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কবচ ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবচের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে তার দাবি ছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে কবচ-জবাব কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তিনি স্পষ্টতই জানিয়ে দেন যে কবচের সঙ্গে রেল দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। সেই সঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, নব্বইয়ের দশকে যারা রেলমন্ত্রী ছিলেন তারা তখন রেলর দুর্ঘটনা আটকাতে কী পদক্ষেপ করেছিলেন? কেন কোনো যন্ত্র তৈরি করতে পারলেন না? বাহানাগার রেল দুর্ঘটনা নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাতে ক্ষুব্ধ রেলমন্ত্রী। তিনি আরো বলেন, ''লুপ লাইনের গন্ডগোলের জন্যই এই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু অনেকেই এই ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আমি রাজনীতি করব না। ''
কবচ ইস্যুতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সোজা কথা, “এটা কোনও বাড়ির বাল্ব নয়। পয়েন্টে লাগালাম আর জ্বলতে শুরু করল। ট্রেনে এবং রেললাইনে কবচ বা অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম বসানোর আগে এবং পরে নানান পরীক্ষা করতে হয়।''
তবে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কবচ ইস্যুতে সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। বারে বারে রেল ও রেলমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তোলা হয়েছে। তোলা হয়েছে পদত্যাগের দাবিও। এবার রেলমন্ত্রী ফিরে গেলেন নব্বইয়ের দশকে। তৎকালীন রেলমন্ত্রীরা কেন রেল দুর্ঘটনা রুখতে কোনো বিশেষ পদক্ষেপ করেনি? কেন বালাসোরের দুর্ঘটনা নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে সেই প্রশ্নই তুলে গেলেন তিনি। এমনকি এটাও স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়ে গেলেন যে কবচ বাড়ির বাল্ব নয়। তা কার্যকর করতে একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় রেলমন্ত্রীর পাশে দাড়িয়েই বালাসোরে রেলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার মাটিতে দাঁড়িয়ে পল্টা জবাব দিয়ে গেলেন অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের সঙ্গে বকেয়া সহ নানা ইস্যুতে রাজ্যের সংঘাত লেগেই রয়েছে। রেলমন্ত্রীর পাল্টা জবাবে অনেকেই সংঘাতের আবহাওয়া তৈরি হল বলে মনে করছেন। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে কবচ ইস্যুতে আরো একবার মাথা চাড়া দিল। পাল্টা মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেন কিনা সেটাই এখন দেখার। বালাসোরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল আগামীতে কি ব্যবস্থা নেয় সেটাও নজরে থাকবে।