নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ৪০ বছরের বেশী সময় ধরে তাদের বসবাস। হঠাৎ করেই রেলের উচ্ছেদ নোটিস এলো হাতে। চিন্তিত হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকের রঘুনাথপুর এলাকার ১৫ টি পরিবার।
বালিচক স্টেশন থেকে ১০০ মিটার দূরে রঘুনাথপুর এলাকায় ৩০-৪০ টি পরিবারের বসবাস। হঠাৎ করেই গতকাল বিকেলে ওই এলাকায় ১৫ টি পরিবারকে রেলের পাওয়ার স্টেশন করা হবে বলে জায়গা ছেড়ে দেওয়ার নোটিস ধরিয়ে দেওয়া হয়। আর তারপরেই ঘুম উড়েছে ওই এলাকার ১৫ টি পরিবারের।
তাদের অভিযোগ রেল কোনো কিছু না জানিয়েই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে৷ “আমরা জায়গা ছাড়তে রাজি। কিন্তু আমাদের সময় দেওয়া হোক৷ আমাদের মাত্র ৭ দিন সময় দিয়েছে। তার মধ্যে সরে না গেলে বুলডোজার চালানো হবে বলেও জানানো হয়”। তাই এই মুহুর্তে কী করবে তারা তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না! রেলের উচ্ছেদ নোটিসে রীতিমতো চিন্তিত তারা।