নিজস্ব সংবাদদাতা: ৩০ লক্ষ টাকা খরচ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন তৈরি করলেও ক্যান্টিনে খাবারের ব্যবস্থা নেই। উল্টে ক্যান্টিনের জায়গায় কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলার অফিসের। যার জেরে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে কর্মীরা। কিন্তু কেন এই ক্যান্টিনে খাবারের ব্যবস্থা নেই?
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই ক্যান্টিন বিশ্ববিদ্যালয়ের স্টাফদের জন্য তৈরি করা হলেও সেখানে স্টাফরা কোনো দিন খাবারই খাননি। বরং সেই ক্যান্টিনের সামনে বর্তমানে ডেপুটি এক্সাম কন্ট্রোলারের নোটিশ লাগানো রয়েছে। যেখানে লেখা রয়েছে, এই রুমে প্রবেশ কঠোর ভাবে নিষেধ রয়েছে। এছাড়া এই বিপুল পরিমান অর্থ খরচ করে ক্যান্টিন তৈরির ক্ষেত্রেও হিসেবে গরমিল উঠে এসেছে ক্যাগের রিপোর্টে।
এই ক্যান্টিন না ব্যবহার করতে পারায় আক্ষেপ প্রকাশ করেছেন অধ্যাপকরা ও কর্মীরা। যদিও যে ক্যান্টিন দখল করে পরীক্ষা নিয়ামক কাজ করছে একটি বেসরকারি এজেন্সি, সেই এজেন্সির টেন্ডার পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ক্যাগের রিপোর্টে।
এই বিষয় নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বলেন, “সেই সময় জায়গা সংক্রান্ত কোনো সমস্যার কারণে স্টাফ ক্যান্টিনে ওই এজেন্সিকে জায়গা দেওয়া হয়েছিল। তবে ক্যান্টিন নিয়ে অভিযোগ জমা পড়েছে। আমরা দ্রুত ওই এজেন্সিকে ওই স্থান থেকে সরানোর ব্যবস্থা করবো”।