শাহজান শেখ একজন ‘ডন’, মন্তব্য রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি

আজ সকালেই উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে অভিযান চালায় ইডি। ইডির আধিকারিকদের গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই বিষয় নিয়ে কি মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি?

author-image
Probha Rani Das
New Update
rahullsinhaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সাতসকালেই তৃণমূলের দুই নেতার বাড়িতে হানা পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী বাহিনীর। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালিতে ইডি অভিযান করলে ইডি আধিকারিকদের গাড়ির ওপর হামলা করে বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গে অভিযানের সময় ইডি আধিকারিকদের ওপর এই আক্রমণের বিষয় নিয়ে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা বলেছেন, “শাহজাহান শেখ সন্দেশখালি এলাকার একজন ডন। তিনি একজন তৃণমূল নেতাও। তাঁর বিরুদ্ধে অনেক খুনের মামলা রয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয় না কারণ তিনি একজন তৃণমূল নেতা। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া উচিত।”