Rachana Banerjee: চুঁচুড়ার মেলায় স্টল দিলেন রচনা

চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব। উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিলেন এলাকার সাংসদ।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-23 at 21.31.29

নিজস্ব সংবাদদাতা: কিনলেই মিলবে গিফট! আর সঙ্গে বড় অঙ্কের ডিসকাউন্ট! চুঁচুড়া মাঠে স্টল দিলেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। 

চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব।  উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিলেন এলাকার সাংসদ। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেন, 'যারা কিনবে তারাই ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়,শাড়ি ফ্রি দেওয়া হবে।'