নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। চারিদিকে শুধু জল আর জল। বন্যায় খুব খারাপ অবস্থা হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী,মিলনগর গ্রাম। পুরো এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এদিন গোটা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের কথা শুনলেন তৃণমূল সাংসদ রচনা। শুধু তাই নয় সেখান থেকে ফেরার পথে আবার দেখে শুনে 'ওল' কেনেন তিনি। এদিন সাংসদকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সাংসদ বলেন,”তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গা তলিয়ে গেছে।কয়েকটি বাড়ি-রাস্তা গঙ্গায় মিশে গেছে। খুবই খারাপ অবস্থা।এলাকার মানুষকে ত্রান দিয়েছি। গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার। আমি লোকসভায় বলেছি ।আবারও বলব। কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি। আমি চেষ্টা করছি।”
বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ফেরার পথে চাষীর থেকে ওল কেনেন তৃণমূল সাংসদ। কয়েক মাস আগে ভোটের প্রচারে তাঁকে দেখা গিয়েছিল চূঁচূড়া বাজার থেকে সবজি কিনতে। বলাগড়ের মিলনগড় থেকে জিরাট আসার পথে চাষীদের কাছ থেকে ওল কেনার পর রচনা বলেন, "গলা ধরবে না তো, এত ওল কী হবে? একটাই যথেষ্ট। টাকা দিয়ে দাও। এখানে অনেক ওলের চাষ হচ্ছে ,বাড়িতে নিয়ে যাব। বাড়িতে এসব অনেক খাই।”