সোমনাথ মুখার্জি, অন্ডাল : সাপের ভয় কার নেই বলুন তো? আর সেই সাপ যদি হয় বড়, মোটা অজগর তাহলে যে দেখবে তারই আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে। এবার বুধবার সকালে অন্ডাল থানার রামপ্রসাদপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন ১/৫ কলোনি এলাকায় উদ্ধার হল একটি বিশাল অজগর সাপ। বেলা ১১ টা নাগাদ পথ চলতি মানুষের নজরে আসে সাপটি। খবর ছড়িয়ে পড়তে সেখানে ভিড় জমায় কৌতুহলি মানুষজন। স্থানীয়রা সাপটি বস্তা বন্দি করে খবর দেয় প্রশাসনকে। স্থানীয়রা বলে এলাকায় আগে কখনও অজগর সাপ দেখা যায়নি। তাই সাপটির কোথা থেকে আবির্ভাব হল সেই নিয়ে শুরু হয়েছে কৌতুহল।