নিজস্ব সংবাদদাতা : খেলার মাঠে বাজ পড়ে মৃত্যু হল এক ক্রিকেটারের। আজ কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া থানার বিষপুরীয়ায়। সেখানে একটি মাঠে বেশ কিছু যুবক ক্রিকেট খেলছিল। হঠাৎই বাজ পড়ে। খেলার মাঠেই লুটিয়ে পড়ে মিলন পতি নামে চব্বিশ বছরের এক যুবক। তাকে প্রথমে হুড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
/anm-bengali/media/media_files/2025/03/23/1000174644-309360.jpg)
/anm-bengali/media/media_files/2025/03/23/1000174646-143328.jpg)