নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: কথিত আছে মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করলে তাদের আত্মার শান্তি পায়। তাই ভোর থেকে বিভিন্ন নদীতে তর্পনের উদ্দেশ্যে ভিড় মানুষের। তবে দুর্গাপুরের দামোদর নদীর বিসর্জন ঘাটে সৌজন্যের চিত্র দেখল দুর্গাপুরবাসী।
জানা গিয়েছে যে, রাজনীতির বিবাদ ছেড়ে একই ঘাটে তর্পণ করলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল ও দুর্গাপুর পশ্চিমের বিজেপির বর্তমান বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। পুরোহিতের বলা মন্ত্র উচ্চারণ করে দু'জনেই সারলেন তর্পণ।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন," আরজি করে নির্যাতিতার সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তির প্রার্থনা করলাম। পিতৃপুরুষের স্মৃতিচারণা করেও জল দিলাম। মায়ের কাছে দুর্গাপুরের শ্রীবৃদ্ধি প্রার্থনা করলাম। পুজো সবার। তাই জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়েছি। কিছু গরিব দুস্থ মানুষকে নতুন বস্ত্র বিতরণ করলাম আমরা। "
অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল বলেন," আজকের দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তর্পণের মাধ্যমে পিতৃপুরুষ, মুনি ঋষি অর দেব দেবীদের শ্রদ্ধা জানিয়ে তর্পণ করলাম। বহু মানুষের সমাগম হয়েছিল। "