দুর্গাপূজোয় বন্ধ ডিজে, আতশবাজি! পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক পুলিশের

কি কি আলোচনা হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-30 at 2.38.10 PM

হরি ঘোষ, অন্ডাল :- প্রত্যেক বছরের ন্যায় দুর্গাপুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন জারি করে গাইডলাইন। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যজুড়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন দুর্গাপুজোর বিশেষ গাইডলাইন জারি করেছে। বিভিন্ন জায়গায় কমিটিগুলির সঙ্গে বৈঠক ও শুরু হয়েছে পুলিশের।

ব্যতিক্রম নয় অন্ডাল থানাও। সোমবার অন্ডাল থানার উখড়া ফাঁড়ির উদ্যোগে উখরার কমিউনিটি হলে এলাকার ১৯ টি পুজো কমিটির সঙ্গে বৈঠক সারলেন পুলিশ প্রশাসনের কর্তারা। পুজো কমিটির কর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইবি দুর্গাপুর পিন্টু মুখার্জি ওসি অন্ডাল তন্ময় রায় এবং উখড়া ফাঁড়ির আই সি মইনুল হক। এদিরের অনুষ্ঠানে কমিটিগুলিকে কি কি গাইডলাইন মেনে চলতে হবে, সেই বিষয়ে ওয়াকিবহাল করল প্রশাসন। পাশাপাশি আসানসোল ও দুর্গাপুরে যে পুজো কার্নিভ্যাল হয় তাতে কোন পুজো কমিটি অংশগ্রহণ করতে ইচ্ছুক সেটা উখড়া ফাঁড়িতে গিয়ে বিস্তারিত জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। দুর্গাপুর সাব ডিভিশনের মধ্যে যে সকল পুজো কমিটিগুলি রয়েছে তারা দুর্গাপুরের পুজো কার্নিভ্যালে অংশ নিতে পারে। আর রাণীগঞ্জ বিধানসভার অন্তর্গত যে কমিটি যারা আসানসোল সাব ডিভিশনের মধ্যে পড়েন তারা আসানসোলের কার্নিভ্যালে অংশ নিতে পারেন বলে জানানো হয়। এছাড়াও পুলিশের তরফে যে সকল সরকারি গাইড লাইন পুজো কমিটিদের উদ্দেশ্যে জানানো হল তা হল ডিজে বাজানো বন্ধ থাকবে, বন্ধ থাকবে আতশবাজি ফাটানো, পাশাপাশি দ্বাদশীর দিন পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের শেষ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলি সরকারি নির্দেশ মান্য করেই তাদের পুজো পরিচালনা করবে বলেও জানিয়েছে তারা।