নিজস্ব সংবাদদাতা: পুজো উদ্বোধনে গিয়ে পূজোর কার্নিভাল বয়কট করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, ১৪ অক্টোবর আসন্ন পুজোর কার্নিভালকে "মমতার নাচন কুদন" বলে আখ্যা দিলেন!
আরজিকর ঘটনায় বিচার চেয়ে মানুষকে এই অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছেন শুভেন্দু। পিতৃপক্ষে না দেবিপক্ষে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন আসলে তার কটাক্ষের ফল বলে দাবি করেন শুভেন্দু। তৃণমূল সরকার পূজোকে উৎসব বলে কিন্তু আসলে এটি হিন্দু ধর্মের এক ঐতিহ্য, সাফ দাবি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।
এদিন পূজো উদ্বোধনে এসেও রাজনীতি করতে ছাড়লেন না শুভেন্দু। তিনি বলেন, “নির্বাচনের সাম্প্রদায়িকতা বিভাজন এবং তোষণের রাজনীতি করে তৃণমূল সরকার বেচে রয়েছে। এদিন মানুষকে জেগে ওঠার বার্তা দেন তিনি। শুভেন্দু আরো বলেন, দুর্গা পুজো থেকেই হিন্দুদের মধ্যে চৈতন্য হোক। পুজোর কার্নিভাল না করে বরং সাধারণ মানুষের ধর্মের হয়ে গর্জে ওঠা উচিত”, বলে নিদান দেন শুভেন্দু অধিকারী।
রাজনীতি করে নয়, যে তিলোত্তমার চোখ থেকে রক্ত গঙ্গা বইয়ে ছিল তাকে স্মরণ করে এই উৎসবে গা না ভাসানোর পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।