গণপিটুনি এবং ডাকাতি রুখতে ১১ দফা নির্দেশিকা প্রকাশ

১১ দফা নির্দেশিকা জারি।

author-image
Adrita
New Update
ওঃ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বেড়েই চলেছে গণপিটুনির ঘটনা। রোজ রোজ নতুন নতুন ঘটনা সামনে আসছে। তবে এবার এই ঘটনা রুখতে নির্দেশিকা জারি করেছে ভবানি ভবন। 

Mob Lynching | Why anti-lynching bill of West Bengal yet to be made a law  dgtl - Anandabazar

ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে যে, এই ঘটনা রুখতে জারি করা হয়েছে ১১ দফার নির্দেশিকা। যেগুলি হল,

১। গণপিটুনির ঘটনায় সকল পুলিশ অফিসারকে অবগত করতে হবে।

২। নিরাপত্তা বাড়াতে এবং চারদিকে নজরদারি রাখতে বেশি পরিমাণে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশকে কাজে লাগাতে হবে। 

৩। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে হবে।

৪। স্থানীয় ক্লাবগুলিকে কাজে লাগাতে হবে। 

৫। গণপিটুনি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 

سال کی سب سے بڑی ڈکیتی ریٹائرڈ کرنل کے گھر کا صفایا ، ملزمان3کروڑ روپے  مالیت سے زائد کے زیورات،ملکی غیر ملکی کرنسی لوٹ کر فرار - Daily Jasarat News

৬। বিভিন্ন সমাজমাধ্যমে যারা গুজব রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

৭। মহিলাদের সঙ্গে কোনও অপরাধজনক ঘটনা ঘটলে, জরুরি ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।

৮। বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার অভিযান জারি রাখতে হবে।

৯। নাকা চেকিংয়ে গুরুত্ব দিতে হবে।

১০। ডাকাতি এড়াতে বিভিন্ন ডাকাতদল সম্পর্কে আরও তথ্য জোগাড় করতে হবে। 

১১। ডাকাতদল যাতে প্রাপ্য সাজা পায় সেদিকে নজর দিতে হবে। 

Adddd