নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃজমি জায়গা সংক্রান্ত পারিবারিক বিবাদ আর তাকে কেন্দ্র করে বছরের প্রথম দিন দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় মারামারি ভাইয়ে ভাইয়ে। তার ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ঘাটালে। মারের হাত থেকে বাদ গেল না মেয়েরাও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজব নগর ১ গ্রাম পঞ্চায়েতের ঘোলা এলাকায়।
জানা যায় পারিবারিক জায়গা নিয়ে দীর্ঘদিনের সমস্যা, সেই জায়গার ভাগাভাগির মাপ হচ্ছিল বুধবার। জায়গায় আইনি জোটিলতা থাকার কারণে সেখানেই বাধা দিতে যায় সৈয়দ সামসুল ইসলাম। তখনই তার উপরে চড়াও হয় সৈয়দ সাইফুল ইসলাম ও সৈয়দ নুরুল ইসলাম এমনটাই অভিযোগ সৈয়দ সামসুল ইসলামের পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যদের বক্তব্য, ' সামসুল ইসলামকেই খালি মারা হয়নি, বাঁচাতে গিয়ে তাদের বাচ্চা মেয়েটাকেও প্রকাশ্যে মারধোর করা হয়েছে। বাদ যায়নি পরিবারের অন্যরাও, প্রত্যেককে মারধোর করা হয়েছে। এই মুহূর্তে ঘাটাল হাসপাতালে ভর্তি সৈয়দ সামসুল ইসলাম। তবে তার মেয়ে সৈয়দা আলফিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। যদিও এ বিষয়ে অপরপক্ষের কোনো প্রতিক্রিয়া মিলেনি।