নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরে চালু হয়েছিল কুবাই ওভারব্রিজ। কিন্তু চালু হলেও তা খাড়া হওয়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সাইকেল আরোহী বা পথ চলতি মানুষরা সমস্যায় পড়তে শুরু করে। রেল কুবাই রেল ক্রসিং থেকে ডুকি সাবওয়ে পর্যন্ত সংযোগকারী রাস্তা করে দিক, এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
/anm-bengali/media/media_files/2025/01/27/jMSzLHczDNsJ4fKwmysd.jpg)
ডুকি, তুতবাড়ি, কুড়ালগঞ্জ, আটাবাঁধা, ভুরকুড়ি, ভেলাইটিকরি, গবড়াতোড়, গুড়ায় চক, ঢোরাশোল গ্রামের লোকজন এই বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কুবায় রেল ক্রসিং থেকে ডুকি সাবওয়ে পর্যন্ত সংযোগকারী রাস্তা নির্মাণ রেলকে করে দিতে হবে।