নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের বিরুদ্ধে দুর্গাপুরের রাজবাঁধ এলাকায় রাষ্ট্রয়াত্ত তেল ডিপোগুলোতে বিক্ষোভে সামিল হয়েছে ট্যাংকার চালকরা। ডিপোর গেট বন্ধ করে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনে সামিল চালকরা। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহনের 'কালা কানুন' বাতিল করতে হবে নচেৎ তারা গাড়ি চালাবে না।
ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ। তবে যতক্ষণ না পর্যন্ত বাতিল হচ্ছে এই কালা আইন ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন ট্যাংকার চালকরা।