নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: জাল স্যালাইন এ প্রসূতি মা ও বাচ্চার মৃত্যু এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে ছাত্র যুব মহিলা একত্রিত হয়ে DYFI এর পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে বুধবার একটি প্রতিবাদ মিছিল হল মেদিনীপুর শহরে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জী। মিছিলটি জেলাশাসকের দপ্তরের মূল গেট পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উদ্যোক্তারা। সেই মতন বিশৃঙ্খলা এড়াতে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল জেলাশাসকের কার্যালয় চত্বর।
এই প্রতিবাদ মিছিল জেলাশাসকের দপ্তরের মূল গেটের সামনে পৌঁছালে প্রতিবাদীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। টানা বেশ কিছুক্ষণ ধরে চলে এই ধস্তাধস্তি।
ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা রয়েছে মেদিনীপুর শহরের কালেক্টরেট চত্বরে।