রাস্তা কয়েক বছর ধরে বেহাল! টিলার চালিয়ে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ

অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব, জানান পূর্ত কর্মাধ্যক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
coverbikkhov

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েত ।আর সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় শেরপুর এলাকায় একটি রাস্তা বেহাল। প্রায় ২ কিমি রাস্তা কর্দমাক্ত। পড়ুয়া থেকে এলাকাবাসী চরম সমস্যায়। তাই আজ এলাকার মানুষজন একত্রিত হয়ে পাওয়ার টিলার চালিয়ে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখাল। তাদের অভিযোগ, 'আমরা সমস্ত স্তরে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমরা আজ বিক্ষোভ দেখালাম। এই রাস্তা শেরপুর থেকে মাঠ হয়ে বুড়ামালা গিয়েছে'। 

এই বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া জানান, 'আমার কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি আসে অবশ্যই ব্লক বা পঞ্চায়েত সমিতি বিষয়টি দেখবে। আমিও সহযোগিতা করব'। 

Adddd