আর জি কর কাণ্ডে চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই! প্রতিবাদ পথে

কি দাবি তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-17 at 7.45.01 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আর জি করের ঘটনার তদন্তে নেমে ৯০ দিনে চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই‌। তারই প্রতিবাদে পথে নামলো নাগরিক সমাজ। মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে জেলাশাসক দপ্তরের সামনে মানববন্ধন করে। 

অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট, দুর্নীতি, থ্রেট কালচার চালানো সহ নানান অভিযোগে অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়েছেন দুজনে। সিবিআই-এর ভূমিকা নিয়ে সরব আন্দোলনরত চিকিৎসকরা সহ নাগরিক সমাজের একাংশ। এরই প্রতিবাদে মঙ্গলবার 'সিটিজেনস ফর আরজিকর'-এর পক্ষ থেকে মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল হল। মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে মিছিল কালেক্টরেট মোড়ে জেলা শাসক দপ্তরের কাছে পৌঁছায়। কালেক্টরেট মোড় ঘেরাও অবরোধ করা হয় কিছুক্ষণ। মিছিলে যোগ দেন জুনিয়র ডাক্তার সংগঠনের দুই প্রতিনিধি। উপস্থিত ছিলেন অধ্যাপক সুরেশ দাস, ডাঃ অশোক জানা, ডাঃ দীপক কুমার গিরি, নার্স কাকলি রাউত সহ অন্যান্যরা। পরে অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। দাবি করা হয়, অভয়ার ন্যায় বিচার প্রক্রিয়া অতি দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সিবিআই-এর হাতে যে তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতে তদন্তপ্রক্রিয়াকে নিরপেক্ষভাবে দ্রুত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। থ্রেট কালচারের সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তি দিতে হবে।