নিজস্ব সংবাদদাতা : আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। তার মধ্যেই ধুন্ধুমার কাণ্ড। বহু পুরনো বড় রথ সাজিয়ে রাস্তায় নামানো হয়। কিন্তু সেই রথেই এসে ধাক্কা মারল একটি বেপরোয়া ট্রাক। ফলে রথের চাকা ভেঙে গেল। দাসপুরের হরিরামপুর গ্রামে এই ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বাসিন্দাদের দাবি, রথ মেরামত করে দিতে হবে ট্রাক মালিককে। পুলিশ আসার তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে রথ যদি আগের অবস্থায় না ফেরে তাহলে আবার অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেয় স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে যে এই রথটি শতাব্দী প্রাচীন। প্রত্যেক বছর রথের সময় তা বের করে এলাকায় ঘুরিয়ে তুলে রাখা হয়। এবারও তার অন্যথা হয়নি। এই রথটি সাজিয়ে বের করা হয় যাতে গ্রামের মানুষ রথের দড়ি টেনে উৎসব পালন করে। দাসপুর–মেদিনীপুর রাজ্য সড়কের উপর রাখা অবস্থায় পাঁশকুড়াগামী একটি ট্রাক ধাক্কা মারে ওই রথে। তার জেরে রথের চাকা ভেঙে যায়। ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ করে হরিরামপুরের বাসিন্দারা। পুলিশ এসেও অবরোধ তুলতে পারেনি প্রথমে। পরে গ্রামবাসীদের আশ্বাসে তা উঠে যায়।