১ বছরের বেশি সময় ধরে পানীয় জল পাচ্ছে না! কাউন্সিলরের বাড়ি ঘেরাও

পানীয় জলের দাবিতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও স্থানীয়দের।

New Update
drinking wate

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকায় প্রায় ১ বছরের বেশি সময় ধরে নাকি পানীয় জলের সংকট চলছে। কাউন্সিলরকে বারবার জানিয়েও নাকি কোনও সুরাহা হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডাক্তার গোলক বিহারী মাঝির বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 

WhatsApp Image 2024-04-30 at 1.03.02 PM

বাসিন্দাদের দাবি, 'বারবার বলার পরেও পানীয় জলের সমস্যা মেটানোর উদ্যোগ নিতে পারেননি কাউন্সিলর। তাই আমরা বাধ্য হয়ে ওঁর বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছি'। অন্যদিকে কাউন্সিলর জানিয়েছেন, 'একটা টিউবওয়েল ছিল খারাপ। আবার একটা টিউবওয়েল করা হয়েছে, তবে সেটার জল খাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিসব পরীক্ষা করছে। তবে আমি চেষ্টা করছি অতি দ্রুত ওই পাড়ায় পানীয় জলের ব্যবস্থা করার'। কাউন্সিলরের আশ্বাসের পর স্থানীয়রা ফিরে যান। তবে কয়েক দিনের মধ্যে পানীয় জল না পেলে আবার আন্দোলন করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

WhatsApp Image 2024-04-30 at 1.03.00 PM

Add 1