নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিন ধরে বেহাল গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা। দ্রুত রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল এলাকার মানুষ। বিক্ষোভের জেরে ১২টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত রইল বন্ধ। রাস্তার হাল খতিয়ে দেখতে ৩ কিলোমিটার রাস্তা ঘুরে দেখলেন আনন্দপুর থানার ওসি দয়াময় মাঝি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার ৩ নম্বর আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের।
জানা যায়, এই গ্রাম পঞ্চায়েতের আসকান্দা থেকে টুকুরিয়া পাঠ স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কিছুদিন আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তার কাজ শুরু হলেও মাঝপথে অসমাপ্ত থেকে যায় রাস্তার কাজ। তারপরেও প্রায় ১ কিলোমিটার উপরে কাদা মাটির রাস্তা। গ্রামের বাসিন্দাদের দাবি, প্রশাসনকে বছরের পর বছর জানিয়ে এলেও রাস্তা মেরামতের কোনও উদ্যোগেই নেয়নি প্রশাসন। অগত্যা কোনও উপায় না পেয়ে এই বিক্ষোভ। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের জেরে অবরুদ্ধ গ্রাম পঞ্চায়েতের পরিষেবা। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, তারা চায় দ্রুত রাস্তা মেরামত হোক।