চাকরি চুরি করা নেতাদের ছবি সমেত ফ্লেকস লাগিয়ে বিক্ষোভ!

গতকালই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে একটি সভায় আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ও জেলা সভাপতি বলেছেন, কিভাবে আইএনটিটিইউসির নাম ভাঙিয়ে শ্রমিক শোষণ করে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি করেছে দুর্গাপুর ইস্পাত কারখানার কিছু নেতা। সমস্ত তথ্য প্রমাণ আছে তাদের কাছে।

author-image
Pallabi Sanyal
New Update
ঠিকা কর্মীদের বিক্ষোভ

ঠিকা কর্মীদের বিক্ষোভ

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরে এক অভিনব প্রতিবাদ। রাষ্টায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে ঠিকা কর্মীদের বিক্ষোভ। চাকরি যারা চুরি করছে, সেই সব নেতাদের ছবি দিয়ে ফ্লেকস টানিয়ে বিক্ষোভ দেখানো হল। যা আগে কখনো দেখেনি শিল্প শহর। বঞ্চিত ঠিকা কর্মী ও তাদের পরিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে। অভিযোগ, অর্থের বিনিময়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে। গত ২১ মার্চ চাকরি বিক্রির অভিযোগ তুলে একজনকে গাছে বেঁধে রাখা হয়েছিল। তিনি নিজে মুখে বলেছিলেন, কাকে কাকে টাকার ভাগ দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি। তাকে ছাড়াতে আইএনটিটিইউসি-র এক তাবড় নেতা ফরিদপুর ফাঁড়িতে পৌঁছে যায় বলেও অভিযোগ। গতকালই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে একটি সভায় আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ও জেলা সভাপতি বলেছেন, কিভাবে আইএনটিটিইউসির নাম ভাঙিয়ে শ্রমিক শোষণ করে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি করেছে  দুর্গাপুর ইস্পাত কারখানার কিছু নেতা। সমস্ত তথ্য প্রমাণ আছে তাদের কাছে।  রাজ্য প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় প্রমাণ থাকা সত্বেও কেন ব্যাবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছে বঞ্চিত ঠিকা কর্মীদের পরিবার।