খড়গপুর শিল্প দূষণ বিরোধী মঞ্চের ডাকে বিশাল বিক্ষোভ!

খড়গপুর শিল্প দূষণ বিরোধী মঞ্চ কেন করল বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-06-30 at 5.25.24 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রবিবার সকাল দশটায় মেটালিকস লিমিটেড-দি পাইপ কোম্পানির পলিউশনের বিরুদ্ধে খড়গপুর শিল্প দূষণ বিরোধী মঞ্চের ডাকে NH6-এর পাশে পাঁচবেড়িয়া সংলগ্ন খড়গপুর গ্রামীণের সামনে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। 

হাজার হাজার লোক আসে আর জানা যায় গোটা খড়গপুর থেকে লোকজন জমায়েত করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলী খান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান শেখ হানিফ, খড়গপুর আইআইটি গবেষক সম্পূর্ণ চক্রবর্তী। এছাড়াও ছিলেন শেখ মেহেরাজ আলী, শেখ আসলাম, শেখ ইমরান, শেখ ইলিয়াস, ইসরার আলী খান প্রমুখ। শেষ পর্যন্ত খড়গপুর মিউনিসিপ্যালিটির মধ্যস্থতায় আন্দোলন স্থগিত হয়েছে এই শর্তে যে আপাতত ১০ দিনের জন্য প্ল্যান্টের কাজ বন্ধ থাকবে। তার মধ্যে তাদের প্রজেক্ট প্ল্যান জমা দিয়ে জানাবে কি কাজ হচ্ছে না হচ্ছে। মঞ্চের কনভেনারের বক্তব্য 'ইতিমধ্যে যদি কোন রকম কাজ আবার শুরু হয় তাহলে মঞ্চ আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে এবং রেশমির যদি কোনও ক্ষয়ক্ষতি হয় তার দায়িত্ব আমাদের নয়'।

Adddd