ব্যাপক্ষ বিক্ষোভ!হুঁশিয়ারি! শেষ পর্যন্ত ছুটে এলেন বিধায়ক

জনপ্রতিনিধিদের চিঠি দিয়েও ফেরেনি রাস্তার হাল। দুর্ঘনাপ্রবণ রাস্তায় ঘটছে দুর্ঘটনা। এবার ব্যাপক বিক্ষোভ-অবরোধ গ্রামবাসীর।

author-image
Pallabi Sanyal
New Update
xxxxx


হরি ঘোষ, জামুড়িয়া :   রাস্তা মেরামত করার দাবিতে বিক্ষোভ। জামুড়িয়া থাকে চাঁদা মোড় যাওয়ার মূল রাস্তায় স্থানীয় গ্রামের মহিলা এবং পুরুষরা শনিবার সকাল থেকে বেহাল রাস্তায় উপর বাঁশ দিয়ে পথ আটকে রেখে করে বিক্ষোভ দেখান। স্থানীয় মহিলাদের দাবি, এই রাস্তার ওপর কোনো ভারী যানবাহন সহ ইসিএলএর কোনও গাড়ি চলাচল করতে দেওয়া যাবে না, ই সিএলএর বড় বড় ডাম্পার চলাচলের ফলে রাস্তা একেবারে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনার সাক্ষী হচ্ছে স্থানীয় থেকে শুরু করে নিত্যযাত্রীরা। তাদের একটাই দাবি এই রাস্তা খুব শীঘ্রই সম্প্রসারণ করা দরকার। তার সাথে এই রাস্তায় যেন ইসিএলের কোন গাড়ি চলাচল না করে, ইসিএল এর গাড়ি চলাচল করার ফলে রাস্তা থেকে ধুলো যে পরিমাণে ওড়ে তাতে স্থানীয়দের শ্বাসকষ্ট জনিত রোগে ভুগতে হচ্ছে। রাস্তা মেরামতের জন্য আসানসোল লোকসভার সংসদ শত্রুঘ্ন সিনহা, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলারকেও জানানো হয়েছে এবং চিঠি করা হয়েছে কিন্তু কেউ কিছু করেনি। তাই আজ বাধ্য হয়ে গ্রামের মানুষ পথে নেমেছে, যতক্ষন না রাস্তা সংস্কার হবে ততোক্ষণ পর্যন্ত পথ অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জামুড়িয়া থানার অন্তর গত শ্রীপুর ফাড়ির পুলিশ। খবর পেয়ে  জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এসে তাদের সাথে কথা বলেন যে প্রত্যেক দিন রাস্তায় জল দেওয়া হবে যাতে কোনো রকম ধুলো উড়তে না পারে এবং দুই মাসের মধ্যে রাস্তা করা হবে ,অবশেষে বিধায়কের এই আস শাসন পেয়ে বিক্ষোভ উঠে নেই বিক্ষোভকারীরা।

hiring.jpg