যুবরাজকে আটক, প্রতিবাদে মুখর কাঁথি

দীর্ঘ প্রায় ৩০ মিনিট ধরে চলে এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-10-04 082926.jpg

File Picture

নিউজ ডেস্ক, কাঁথি: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে, কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল।

দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও একাধিক সাংসদদের গ্রেপ্তারের প্রতিবাদে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পটাশপুর এর বিধায়ক উত্তম বারিকের নির্দেশে পথ অবরোধ ও বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

দীর্ঘ প্রায় ৩০ মিনিট ধরে চলে এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদদের না ছাড়া হলে এই আন্দোলন আরও দীর্ঘতর হবে; এমনটাই জানিয়ে গতকাল রাতে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতৃবৃন্দ। তবে অবশ্য গতকাল রাতেই ২ ঘন্টা আটক থাকার পর অভিষেক সহ বাকি ৪০ জনকেই ছেড়ে দেয় দিল্লি পুলিশ। আর সেখান থেকেই রাজভবন অভিযানের ডাক দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।