লাগাতার চলছে আন্দোলন, কার্যালয়ে ঝুলল তালা, কাজ বন্ধ

সোমবার থেকে আদিবাসীদের (Adivasi) সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের ডাকে সাঁওতালি (Santhal) শিক্ষা বোর্ড গঠন সহ সাঁওতালি ভাষার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝাড়গ্রামের জেলা শাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে।

author-image
Pritam Santra
New Update
protest

নিজস্ব প্রতিনিধিঃ ভারত জাকাত মাঝি পরগণা মহলের জেলাশাসক কার্যালয় ঘেরাও আন্দোলন (Protest) মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। সোমবার থেকে আদিবাসীদের (Adivasi) সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের ডাকে সাঁওতালি (Santhal) শিক্ষা বোর্ড গঠন সহ সাঁওতালি ভাষার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝাড়গ্রামের জেলা শাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার থেকে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। সোমবার দফায় দফায় আলোচনা করা হলেও কোনও সমাধান সূত্র মেলেনি। ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ও পুলিশ আধিকারিকদের দীর্ঘক্ষণ কার্যালয়ে আটকে রাখেন আন্দোলনকারীরা। রাত ১১ টা নাগাদ মুক্তি দেওয়া হয় তাদের। এরপর কার্যালয়ে আবার তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। সোমবার থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তাদের দাবি না মেটা পর্যন্ত ঝাড়গ্রামের জেলা শাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি আন্দোলন চলবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।