নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে UPPSC (উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষার প্রার্থীরা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তারা পিসিএস (PCS) ও আরও/এআরও (ARO) পরীক্ষা একদিনে এবং এক শিফটে নেয়ার দাবিতে প্রতিবাদ করছেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করছেন যে, একাধিক শিফটে পরীক্ষা নেওয়ার ফলে তাঁদের প্রস্তুতি ও পরীক্ষার মানের উপর প্রভাব পড়ছে। এই দাবিকে কেন্দ্র করে প্রার্থীরা UPPSC অফিসের সামনে জড়ো হয়েছেন এবং উত্তেজনা বাড়ছে।
এদিকে, ঘটনাস্থলে মোতায়েন রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও পুলিশ সদস্যরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন, তবে বিক্ষোভকারীদের দৃঢ় অবস্থান রয়েছে। এ বিষয়ে UPPSC কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।