অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতার ভাষণে বাধা SFI- এর! প্রতিবাদ ঘটালে

কাদের তরফে হল এই প্রতিবাদ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-02 at 3.07.09 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে SFI- এর বিশৃঙ্খলা সৃষ্টি এবং সভা ভঙ্গ করার অভিযোগ উঠেছে। SFI- এর বিরুদ্ধে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে চন্দ্রকোনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হল। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজিৎ সাঁতরা, চন্দ্রকোনা- ২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোলাম মোস্তফা আলী, সহ-সভাপতি গনেশ দোলুই, চন্দ্রকোনা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিক চক্রবর্তী, ছাত্র নেতৃত্ব আকাশ মন্ডল, চন্দ্রকোনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা সহ কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা।

Mamata Banerjee faces protests from students during speech at Oxford event  - World News | The Financial Express