কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে রয়েছে ছোট-বড় বহু দোকান। প্রতিদিন কয়েকশো মানুষের আনাগোনা। বাস ধরে স্কুল-কলেজে যেতে হয় পড়ুয়াদেরও। সেই বাসস্ট্যান্ডে পানীয় জলের জন্য পঞ্চায়েতের একটি টিউবওয়েলের সাথে শৌচালয় এবং বন দফতরের একটি টিউবওয়েলের সাথে শৌচালয় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত ৪-৫ মাস ধরে দুটি টিউবওয়েল বিকল হয়ে পড়ে রয়েছে। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তীব্র দাবদহে একটু পানীয় জল পেতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রায় ১ কিলোমিটার দূরের গ্রাম থেকে আনতে হচ্ছে পানীয় জল এমনটাই অভিযোগ।
মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা পানীয় জলের দাবিতে পঞ্চায়েতের টিউবওয়েলের সামনে ক্ষোভে ফেটে পড়েন। টিউবওয়েলের হাতল টিপে পানীয় জলের দাবী করেন তারা। টোটো চালক শিবপ্রসন্ন বিদ্ অভিযোগ করেন, "একটু খাওয়ার জল পাচ্ছি না। দুটি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে আছে। আমরা কতবার পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েতে লোকেরা এসেছে কিন্তু টিউবওয়েল আর ঠিক হয়নি। তাই আমাদের জলকষ্টে ভুগতে হচ্ছে"। মাঝে মাঝেই দরখাস্ত দেওয়া হয় কিন্তু কোনও কাজ হয় না এমনই কটাক্ষ করে বিজেপি নেতা ভগিরথ ঘোষ বলেন, "একটি বন দফতরের দেওয়া টিউবওয়েল রয়েছে। আরেকটি পঞ্চায়েতের টিউবওয়েল রয়েছে। দুটোই খারাপ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। দ্রুত টিউবওয়েলগুলি ঠিক করার ব্যবস্থা করা হোক। সাথে শৌচালয়েরও ব্যবস্থা করা হোক"। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেন, "২৪ ঘন্টার মধ্যে বিকল টিউবওয়েল ঠিক করা হবে। এলাকার মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সদা তৎপর মলানদিঘী গ্রাম পঞ্চায়েত"।