Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট

ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুরে

কয়েক হাজার মানুষ শনিবার দুপুরে মেদিনীপুর শহরে মিছিল করে হাজির হয়েছিলেন কালেক্টরেট মোড়ে জেলা শাসক দফতরের সামনে।

author-image
Jaita Chowdhury
New Update
ANTI WAQF

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুর শহরে। কয়েক হাজার মানুষ শনিবার দুপুরে মেদিনীপুর শহরে মিছিল করে হাজির হয়েছিলেন কালেক্টরেট মোড়ে জেলা শাসক দফতরের সামনে। সেখানে ওয়াকফ বাঁচাও মহাসভা করেন। সভা থেকে লিখিত ডেপুটেশন দেওয়া হয়েছে জেলা শাসককে।

waqf-board

এই আইনের বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই পশ্চিম মেদিনীপুরে দফায় দফায় প্রতিবাদ ধ্বনিত হয়েছে। ঘাটাল, দাসপুর, কেশপুর, মেদিনীপুর সদর সর্বত্র এই প্রতিবাদ হয়েছে। শনিবার দুপুরে মেদিনীপুর শহরে মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা একত্রিত হয়ে মিছিলে সামিল হলেন। নেতৃত্বে ছিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান। মেদিনীপুর শহরের রিংরোডে মিছিল করে বিক্ষোভ দেখান জেলা শাসক দফতরের সামনে। সেখানে ওয়াকফ বাঁচাও মহাসভার আয়োজন করা হয়েছিল। সরফরাজ বলেন- "কেন্দ্রীয় সরকারের বিরুপ মানসিকতা থেকে এই আইন তৈরী। বর্তমানে সুপ্রিম কোর্ট তাতে প্রশ্ন রেখেছে। কেন্দ্র সরকার কিছুটা সময় চেয়েছে জবাব দিতে। আমরা এটার প্রতিবাদ জানাব ব্যাপক ভাবে। প্রয়োজনে দিল্লী গিয়েও আন্দোলন করতে পারি দাবি আদায় না হওয়া পর্যন্ত। সেজন্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে আবেদন করবো আমরা সঙ্গ দেওয়ার জন্য। আমাদের আন্দোলনকারীদের সকলকেই পুরো আন্দোলন শান্তিপূর্ণ ও আইনের পথে করার আবেদন করেছি।"