ঘাটালে মাস্টার প্ল্যানের বিরুদ্ধে ঘাটালেই ব্যবসায়ীদের প্রতিবাদ

কেন বিক্ষোভ দেখালেন তারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-22 at 5.31.33 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: দোকানসহ বসতবাড়ি বাঁচিয়ে মাস্টার প্ল্যান কার্যকর হোক, এই দাবি তুলে হাতে পোস্টার নিয়ে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মিছিল ঘাটালে। পশ্চিম মেদিনীপুর জেলার সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী আর তারই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে অনিচ্ছুক ব্যবসায়ীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করলেন ঘাটাল শহরে। 

ঘাটাল শহরের শিলাবতী নদীর পশ্চিম পাড় বরাবর রয়েছে প্রাচীন বাজার ও কয়েকশো দোকান-বাড়ি। এলাকায় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য ভাঙা হচ্ছে পাড়ের উপর থাকা একের পর এক দোকান-বাড়ি। দোকান ও বাড়ি ভাঙার প্রতিবাদ জানিয়ে ঘাটাল শহরে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

progha