পুরসভার চাকরি পাওয়ার মাত্র ছয় বছরের মধ্যে কোটি টাকার সম্পত্তি, রিপোর্ট ইডির

ইডির তরফে এক রিপোর্টে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার তমাল দত্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ইডির রিপোর্টে জানানো হয়েছে, মাত্র ছয় বছর আগে চাকরি পেয়েছেন তমাল দত্ত। তার মধ্যে কোটি টাকার সম্পত্তি করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
kamarhati municipality.jpg

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি নিয়োগ নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি।  কামারহাটি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এল ইডি। ইডি একটি রিপোর্টে দাবি করেছে, কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার তমাল দত্ত মাত্র ছয় বছর আগে চাকরি পেয়েছেন। সেই ছয় বছরের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মেলে প্রায় আড়াই কেজি সোনা ও হিরের গয়না পাওয়া গিয়েছে বলে ইডির তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।