নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আয়োজিত হবে। অযোধ্যায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই হবে এই প্রতিষ্ঠা অনুষ্ঠান। সেই দিন এলাকায় এলাকায় রামের পুজো করে রামলালার প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার বার্তা দিচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীদের সঙ্গে বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁ। কাঁকসার শিবপুরের অজয়ের তীরে মঙ্গলবার দুপুর থেকে মেলায় আগত পুণ্যার্থীদের এভাবেই রামের ছবি বিতরণ করেতে দেখা গেল তাঁদের।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখার্জি বলেন, "২০১৪ সালে বিজেপির ঢং দেখেছে দেশের মানুষ। গায়ের জোর দিয়ে কেন্দ্রীয় সরকার ২০২৪ এ লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছে। তিনি বলেন যারা নিমন্ত্রণ করতে আসছে তাদের বলুন তাঁরা চাকরি চান। চান সঠিক পরিষেবা।"
বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁ বলেন,"বিজেপি মানুষকে পরিষেবা দেওয়ার সাথে সাথে ভারতের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আর তৃণমূলের সংকীর্ণ মানসিকতা হওয়ার জন্যই তারা নানাভাবে বিজেপির নামে কটুক্তি করে। "