মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হচ্ছে সমস্যা সমাধান ও জনসংযোগ, ৪৫০০ টিরও বেশি ক্যাম্প

দ্রুত জেলায় কর্মসুচী শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাষকে নির্দেশ দিয়েছেন সমস্ত গ্রাম ও প্রত্যন্ত গ্রাম গুলিতে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচী গ্রহণের জন্য। গতকাল নবান্ন থেকে এই নির্দেশ আসার পরেই জেলা শাষক খুরশেদ আলি কাদেরী নিজের দপ্তরে অনান্য আধিকারিক নিয়ে বৈঠকও সেরে ফেলেন।

এই কর্মসূচীতে ৩ জন করে পুলিশ কর্মীকেও সংযুক্ত করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৫০০ টির বেশী ক্যাম্প করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মূলত এস টি, এস সি, সংখ্যালঘু ও দূরবর্তী এলাকার দিকে বিশেষ নজর থাকবে বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাষক খুরশেদ আলি কাদেরী। 

এই সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচীতে ২১ টি পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি এলাকার মানুষজনের যা যা  অভিযোগ আছে সমস্ত অভিযোগ শোনা হবে এবং পর্যালোচনা করা হবে। দ্রুত জেলায় এই কর্মসুচী শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।