হরি ঘোষ, অন্ডাল : এলাকায় পানীয় জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কাজোড়াতে । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার ।
অন্ডাল থানার কাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গরমের সময় ট্যাঙ্কারে করে জল সরবরাহ করে ইসিএলের কাজোড়া এরিয়া কর্তৃপক্ষ । এ বছর প্রতিদিন ২৫ থেকে ৩০ টাঙ্কার করে জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছিল। কাজের বরাত দেওয়া হয়েছিল এক ঠিকাদারকে । কিন্তু গতকাল রবিবার থেকে এলাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে । এদিন সোমবারও এলাকায় জল দেওয়া হয়নি বলে অভিযোগ । প্রতিবাদে এদিন বেলা নটা থেকে কাজোড়া মোড়-বহুলা রাস্তার কাজোড়া হাই স্কুল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাসিন্দাদের একাংশ । বিক্ষোভকারীদের পক্ষে রনজিত মিশ্র জানান, গ্রামে জল সরবরাহ করতে ইসিএল প্রতিশ্রুতিবদ্ধ । তা সত্বেও জল সরবরাহ নিয়ে প্রায়ই টালবাহানা করা হচ্ছে । সংস্থার আধিকারিক জানাচ্ছেন জল সরবরাহের জন্য ঠিকাদারকে বরাত দেওয়া হয়েছে । ঠিকাদার বলছেন বরাত দেওয়া হলেও ওয়ার্ক অর্ডার ইস্যু হয়নি তাই জল সরবরাহ করা সম্ভব নয়। এই টালবাহানার প্রতিবাদে অবরোধ বলে জানান রনজিত বাবু ।অন্যদিকে অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলের উদ্দেশ্যে পাড়ি দেন কাজরা এরিয়ার জেনারেল ম্যানেজার শান্ত কুমার চৌধুরী । সেই সময় অভিযোগ জানাতে এরিয়া অফিসে আসছিলেন বিক্ষোভকারীরা । মাঝ রাস্তাতেই দেখা হয়ে যায় অবরোধকারীদের। সবাইকে অবাক করে তিনিও বিক্ষোভকারীদের সাথে রাস্তায় বসে পড়েন । তার এহেন আচরণে হতবাক বিক্ষোভকারীরা । যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । তবে সাংবাদিকদের একাংশের কাছে অভিযোগের প্রশ্ন এড়িয়ে যান শান্ত বাবু । শেষে বারোটা নাগাদ অবরোধ ওঠে।