নিজস্ব প্রতিবেদন : আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে বলেন, "পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণদের কাছে এই প্রকল্প রূপায়িত করতে না পারার জন্য আমি দুঃখিত।" মঙ্গলবার ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কল্যাণী AIMs-এর তিনটি ইউনিটের ভার্চুয়াল উদ্বোধনকালে মোদি জানান, এবার ৭০ বছরের বেশি বয়সীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এই সুবিধা পেতে প্রবীণ নাগরিকদের 'আয়ুষ্মান বয়ঃ বন্দনা' কার্ড নিতে হবে।
সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগ আয় নির্বিশেষে সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য কভারেজ নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী বলেন, এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে হাসপাতাল ভর্তি খরচের জন্য ₹5 লক্ষ পর্যন্ত কভারেজ প্রদান করা হবে। তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে রাজনৈতিক স্বার্থের কারণে দিল্লি ও বাংলায় প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। মোদি সরকারের দাবি, প্রায় ৪ কোটি মানুষ ইতোমধ্যেই আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পেয়েছেন।