নিজস্ব সংবাদদাতা: টেট উত্তীর্ণ (TET) ভুয়ো প্রার্থীকে এবার সোজা গিয়ে ধরল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। জানা গেছে যে নথি যাচাই করাতে এসেছিলেন ওই চাকরিপ্রার্থী। তখনই তাঁর অ্যাডমিট কার্ড, ভেরিফিকেশন সার্টিফিকেটসহ নানা নথি দেখে সন্দেহ হয় আধিকারিকদের। এরপর নেওয়া হয় কড়া পদক্ষেপ। পর্ষদ বিধাননগর পূর্ব থানায় এফআইআর (FIR) দায়ের করেছে। টেট উত্তীর্ণদের নথি যাচাইয়ের (Verification) প্রক্রিয়া জারি রয়েছে এই মুহূর্তে। টেট উত্তীর্ণদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলাকালীন নিজের নথি যাচাই করানোর জন্য যান বাপ্পা দেবনাথ। তারপরেই ধরা পড়েন।