TET উত্তীর্ণ ভুয়ো প্রার্থী! ধরল প্রাথমিক শিক্ষা পর্ষদ! দায়ের FIR

রাজ্যজুড়ে শিক্ষা দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ রয়েছে জেলে। চাকরিপ্রার্থীরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই খোঁজ মিলল এক ভুয়ো চাকরিপ্রার্থীর।

author-image
Anusmita Bhattacharya
New Update
tet1

নিজস্ব সংবাদদাতা: টেট উত্তীর্ণ (TET) ভুয়ো প্রার্থীকে এবার সোজা গিয়ে ধরল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। জানা গেছে যে নথি যাচাই করাতে এসেছিলেন ওই চাকরিপ্রার্থী। তখনই তাঁর অ্যাডমিট কার্ড, ভেরিফিকেশন সার্টিফিকেটসহ নানা নথি দেখে সন্দেহ হয় আধিকারিকদের। এরপর নেওয়া হয় কড়া পদক্ষেপ। পর্ষদ বিধাননগর পূর্ব থানায় এফআইআর (FIR) দায়ের করেছে। টেট উত্তীর্ণদের নথি যাচাইয়ের (Verification) প্রক্রিয়া জারি রয়েছে এই মুহূর্তে। টেট উত্তীর্ণদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলাকালীন নিজের নথি যাচাই করানোর জন্য যান বাপ্পা দেবনাথ। তারপরেই ধরা পড়েন।  

ad.jpg