বিগ আপডেট : ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাব বাজার দড়ে! কালীপুজোর আগেই বাজারের দাম হবে আকাশ ছোঁয়া, কোন কোন সবজির দাম বাড়বে জানুন

ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাব পড়ল বাজারে! কালীপুজোর আগেই বাজারের দাম হবে আকাশ ছোঁয়া, কোন কোন সবজির দাম বাড়বে জানুন

author-image
Debapriya Sarkar
New Update
Vegetable

নিজস্ব প্রতিবেদন : জলপাইগুড়িতে কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে নিত্যপণ্যের দাম চড়া উঠেছে, যা ক্রেতাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবজি থেকে শুরু করে মাছ, মাংস এবং ডিম—প্রায় সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, ফলে সাধারণ মানুষকে বাজার করতে এসে বিপাকে পড়তে হচ্ছে। উত্তরের অঞ্চলে শীতের আমেজ শুরু হলেও সবজির দাম কমছে না।

বিভিন্ন বাজারে, যেমন ইন্দিরা গান্ধি কলোনি, দিনবাজার স্টেশন বাজার এবং বয়েলখানা বাজারে সবজির জোগান কম বলে বিক্রেতারা জানিয়েছেন। চাষের জমিতে চা পাতা ফলাতে ঝুঁকছেন অনেক কৃষক, ফলে সবজি উৎপাদন কমে গেছে। এই কারণে বাজারে সবজির ঘাটতি দেখা যাচ্ছে এবং দামও চড়া।

উৎসবের মরশুমে বাজারে আলুর দাম ৩০-৪০ টাকা কেজি, ফুলকপি ৬০-৭০ টাকা, বেগুন ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, এবং পেঁয়াজ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ এবং মাংসের বাজারেও দাম অত্যন্ত উচ্চ—পাঁঠা বা খাসির দাম কেজিতে ৮০০-৯০০ টাকা, মুরগির মাংস ২০০ টাকা, এবং রুপালি শস্য যেমন ইলিশ ১৪০০-১৫০০ টাকায় বিকোচ্ছে।

সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে, কারণ তারা প্রয়োজনের স্বল্প পরিমাণে বাজার করে ফিরতে বাধ্য হচ্ছেন। বাজারে যাওয়া মানেই হাত পুড়িয়ে ফিরতে হচ্ছে, আর এই চড়া দামে তাদের পকেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দানা ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে দক্ষিণবঙ্গ থেকে সবজির সরবরাহও কমেছে, যা দাম বাড়ানোর একটি কারণ বলে জানান বিক্রেতারা।